রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
কিয়েভসহ চার শহরে অস্ত্রবিরতির ঘোষণা
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ খারকিভ, মারিওপোল ও সুমি শহরে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়ার সুযোগ দিতে মানবিক কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
মস্কোর স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।
বর্তমানে কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমি শহর রুশ বাহিনীর আক্রমণের মুখে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে মারিওপোল শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, রুশ বাহিনী তাঁদের শর্ত মানছে না—এমন অভিযোগ এনে সেখান থেকে সাধারণ নাগরিকদের স্থানান্তর করেনি ইউক্রেন কর্তৃপক্ষ।