কিয়েভে ভারতীয় শিক্ষার্থী গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক ভারতীয় শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ভারতের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী ভিকে সিং বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিকে সিং জানিয়েছেন, সব ভারতীয় শিক্ষার্থীকে দ্রুত কিয়েভ ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যুদ্ধ এমন একটি ঘটনা, যেখানে গুলি কোনো ধর্ম ও দেশ দেখে না।
গুলিবিদ্ধ শিক্ষার্থী কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তে যাওয়ার পথে হামলার শিকার হন। তাঁকে কিয়েভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার গোলার আঘাতে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হন। ভারত সরকারের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, মঙ্গলবার (১ মার্চ) সকালে রুশ বাহিনী একটি সরকারি ভবন উড়িয়ে দিলে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
অরিন্দম বাগচি আরও জানান, শিক্ষার্থীর পরিবারের সঙ্গে ভারত সরকারের কথা হয়েছে।
ইউক্রেনের রুশ আগ্রাসনের আগে সে দেশে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী ছিলেন। অরিন্দম বাগচি বলেন, ‘আমাদের দাবি হচ্ছে—ভারতীয়দের নিরাপদে পূর্ব ইউক্রেনের দেশটি থেকে বের করে নিয়ে আসা।’