কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ
ইউক্রেনে রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজের বরাতে বিবিসি জানাচ্ছে, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে অন্তত চারটি শক্তিশালী বিস্ফোরণ হয় কিয়েভে। বিস্ফোরণের পর কিয়েভের রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে হামলার লক্ষ্য কী ছিল, কিংবা এতে কতজন হতাহত হয়েছেন, তা জানা যায়নি।
কিয়েভের কেন্দ্রস্থলের একটি রেলস্টেশনের কাছে বড় ধরনের একটি বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়ার সেনাদের গোলাবর্ষণ থেকে রক্ষা পেতে রেলস্টেশনটির কাছে কিয়েভের শত শত মানুষ আশ্রয় নিয়েছিলেন। স্টেশনের কাছে শক্তিশালী বিস্ফোরণের পর তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টা বলেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা বাধা দেওয়ার পরই একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার কারণে সেখানে বেশ কিছু অবকাঠামোর ক্ষতি হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতিশ্চকো বলেছেন, বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।