কিয়েভ ও অন্যান্য শহরে নতুন করে হামলা চালাচ্ছে রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ এর আশপাশের বেশ কয়েকটি শহরে রুশ বাহিনী আক্রমণ জোরদার করেছে। স্থানীয় সময় শনিবার যুদ্ধের ৫২তম দিনে নতুন করে তাদের আক্রমণাত্মক হামলার পরিমাণ বেশ বেড়েছে।
বার্তা সংস্থা এপির বরাতে সংবাদ সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
কৃষ্ণ সাগরের যুদ্ধজাহাজ হারানোর কারণে এবং রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের বিরুদ্ধে ‘আগ্রাসনের’ অভিযোগ তুলেছে ক্ষুব্ধ রাশিয়া। এবং রুশ সামরিক কমান্ড ইউক্রেনের রাজধানীতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।
মস্কোর কর্মকর্তারা দাবি করেছেন, তাঁরা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করছেন।
তবে, প্রকৃত অবস্থা ভিন্ন। প্রতিদিন হামলায় অসংখ্য বেসামরিক নাগরিক মারা যাচ্ছে বলে জানিয়েছে এপি। শনিবারও উত্তর-পূর্ব ইউক্রেনের শহর খারকিভের একটি আবাসিক এলাকায় রকেট হামলায় এক শিশুসহ অন্তত নয় জন মারা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কিয়েভের পাশের শহর ও গ্রাম থেকে রুশ সেনা পিছু হটার পর ইউক্রেনের কর্তৃপক্ষ ৯০০টির বেশি বেসামরিক মানুষের লাশ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। নিহতদের বেশির ভাগকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার কিয়েভে হামলা বৃদ্ধি পাওয়ায় শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো যুদ্ধের আগে শহর ছেড়ে পালিয়ে যাওয়া বাসিন্দাদের ফিরে না আসার পরামর্শ দিয়েছেন।
মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ‘আমরা রাজধানীতে হামলা আরও বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। আপনার যেখানে আছেন, যদি সেটা নিরাপদ স্থান হয়, এবং সেখানে আরেকটু বেশি সময় থাকার সুযোগ থাকে, তাহলে সেখানেই থাকুন।’
কিয়েভের দারনিৎস্কি এলাকায় হামলায় কী ধ্বংসাত্মক পরিস্থিতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাজধানীর দক্ষিণ-পূর্ব প্রান্তে বিস্তৃত এ এলাকায় সোভিয়েত-শৈলীর অ্যাপার্টমেন্ট ব্লক, নতুন শপিং সেন্টার, খুচরা দোকান, শিল্প এলাকা ও রেলইয়ার্ড রয়েছে।
তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, দারনিৎস্কিতে একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।