কৃষ্ণসাগর বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা : কিয়েভ
ইউক্রেনের ওডেসায় কৃষ্ণসাগর বন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ শনিবার এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি চালুর লক্ষ্যে গতকাল রাশিয়া-ইউক্রেন চুক্তি সই হয়। এর একদিন পরই ইউক্রেনের ওডেসায় কৃষ্ণসাগর বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তথ্য মিলল।
গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন চুক্তি হয়। এ সময় সেখানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান উপস্থিত ছিলেন।
ইউক্রেনের সামরিক বাহিনীর ‘অপারেশনাল কমান্ড সাউথ’র এক টেলিগ্রাম পোস্টে বলা হয়, ‘শত্রুপক্ষ ওডেসায় সমুদ্রবন্দরে ক্যালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিমান বাহিনীর প্রতিরক্ষা বিভাগ দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। অপর দুটি ক্ষেপণাস্ত্র বন্দরের স্থাপনায় আঘাত হেনেছে।’
অন্যদিকে, এ হামলার পর ইউক্রেনের পক্ষ থেকে মধ্যস্থতাকারী জাতিসংঘ ও তুরস্ককে শস্য রপ্তানি চুক্তির শর্ত বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।