কেনিয়ায় ভূমিধস : ৩৬ জনের মৃত্যু
কেনিয়ার পশ্চিমাঞ্চলের পোকোট কাউন্টিতে ভারি বৃষ্টিপাতের ফলে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত অন্তত ৩৬ জন নিহত হয়েছে।
কর্তৃপক্ষ ও স্থানীয়দের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
পোকোট কাউন্টিতে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অনেক ঘরবাড়ি মাতিন নিচে চাপা পরেছে।
পোকোট কাউন্টির সিনেটর স্যামুয়েল পোঘিসিও বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে, এখানে অনেকের মৃত্যু হয়েছে যা ৩৬শে পৌঁছেছে। কিছু মানুষ, যাদেরকে আমরা ভেবেছিলাম নিখোঁজ, তাঁদেরও মৃতদেহ পাওয়া গেছে।’
কাউন্টির গভর্নর জন লনিয়াংপুও জানান, নিহত ৩৬ জনের মধ্যে ১১ জন একই ঘরের লোক।