কেনিয়ায় স্কুলে পদদলিত হয়ে ১৪ শিশুর মৃত্যু
কেনিয়ার পশ্চিমাঞ্চলের কাকামেগা শহরে একটি প্রাইমারি স্কুলে হুড়োহুড়ি করে নামার সময় পদদলিত হয়ে অন্তত ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো ৩৯ শিশু। গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কাকামেগা প্রাইমারি স্কুলের শ্রেণিকক্ষ থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ ম্যাগোহা হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
শিক্ষামন্ত্রী জর্জ ম্যাগোহা সাংবাদিকদের জানান, পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। শিক্ষামন্ত্রী এ ঘটনাকে জাতির জন্য অনেক বড় ক্ষতি বলে জানিয়েছেন।
পুলিশপ্রধান ডেভিড কাবেনা সাংবাদিকদের জানান, যারা আহত হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর শিশুদের শারীরিক অবস্থার সবশেষ খবর জানতে কাকামেগা হাসপাতালের বাইরে ভিড় করছেন অভিভাবকরা।
পুলিশপ্রধান ডেভিড কাবেনা সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের দ্রুত সিঁড়ি দিয়ে নামার কারণ এখনো জানা যায়নি। এ দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।