কোয়ারেন্টিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন
কোভিড-১৯ আক্রান্ত এক মন্ত্রীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার মুহিউদ্দিন নিজেই তাঁর কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৪ দিন তিনি সেলফ কোয়ারেন্টিনে থাকবেন। এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তাঁর শরীরে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ এসেছে। তবু অতিরিক্ত সতর্কতার জন্য তিনি কোয়ারেন্টিনেই থাকছেন।
মুহিউদ্দিন জানিয়েছেন, গত শনিবার তিনি ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল বাকরির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার ওই মন্ত্রীর দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জুলকিফলির করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কোয়ারেন্টিনে যাওয়ার কথা জানালেন মুহিউদ্দিন ইয়াসির।