ক্ষতিপূরণ দিতে প্রস্তুত হন, রাশিয়ানদের জেলেনস্কি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অষ্টম দিনে গড়িয়েছে। এ সময়ের মধ্যে বেশ কয়েকটি ইউক্রেনীয় শহর দখলে নিয়েছে মস্কো। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে পুনর্গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ জন্য রাশিয়ানদের ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘আপনি আমাদের সমস্ত ইউক্রেনীয় ক্যাথেড্রাল এবং গির্জা ধ্বংস করে দিতে পারের কিন্তু আপনি ইউক্রেন ও ঈশ্বরের প্রতি আমাদের আন্তরিক বিশ্বাস ধ্বংস করতে পারবেন না। আমরা প্রত্যেকটি বাড়ি, রাস্তা ও শহর পুনর্গঠন করব।’
রাশিয়ানদের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিশোধ ও অবদান শব্দগুলো শিখুন। আপনি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে এবং প্রতিটি ইউক্রেনীয়দের বিরুদ্ধে যা করেছেন তার জন্য আপনাদের ক্ষতিপূরণ দিতে হবে।’