কয়েকদিনের মধ্যেই শস্য রপ্তানি শুরু করছে ইউক্রেন
জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত রাশিয়া-ইউক্রেন চুক্তির আওতায় কয়েকদিনের মধ্যেই কৃষ্ণসাগর বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি শুরু করবে বলে জানিয়েছে ইউক্রেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কয়েক দিনের মধ্যেই শস্যভর্তি জাহাজ বন্দর ছাড়তে পারে বলে জানিয়ে ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী ওলেক্সান্দ্র কুব্রাকোভ বলেছেন, ‘উভয়পক্ষ নিরাপত্তা নিশ্চিত করলে চুক্তি কার্যকর হবে। আর যদি না করে তাহলে এটি কোনো কাজে আসবে না।’
ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেন আগ্রাসনের পর থেকেই বিশ্বের খাদ্যশস্যের বড় যোগানদাতা ইউক্রেন শস্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। বহু শস্য বন্দরে বন্দরে আটকে রয়েছে এবং অনেক জায়গায় খাদ্যশস্য পচে নষ্টও হয়ে গেছে। এর ফলে বিশ্ববাজারে খাদ্যের দামও বেড়েছে।
শস্য রপ্তানি পুনরায় শুরুর লক্ষ্যে গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন চুক্তি হয়। এ সময় সেখানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান উপস্থিত ছিলেন।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর ‘অপারেশনাল কমান্ড সাউথ জানায়, ওডেসায় সমুদ্রবন্দরে ক্যালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ওডেসায় সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। শস্য রপ্তানি শুরুতে এই হামলা কোনোভাবেই বাধা হবে না।
চুক্তি অনুযায়ী, কৃষ্ণসাগরের পূর্বপরিকল্পিত পথে পণ্যবাহী জাহাজ যাত্রা করার আগে ইউক্রেনীয় বন্দরগুলোতে শস্য ভর্তির কাজ নিরীক্ষণ করবে তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘের কর্মীদের একটি দল। ইউক্রেনের বন্দরগুলোতে পেতে রাখা মাইন এড়াতে ইউক্রেনীয় নাবিকেরা জাহাজ মানচিত্র ব্যবহার করে শস্য পরিবহণকারী বাণিজ্যিক জাহাজগুলো নিয়ে যাবে। জাহাজগুলো কৃষ্ণসাগর অতিক্রম করে তুরস্কের বসফরাস প্রণালীর দিকে যাবে। জাতিসংঘ, ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা ইস্তাম্বুলের একটি যৌথ সমন্বয় কেন্দ্র থেকে জাহাজ পর্যবেক্ষণ করবে।