খারকিভ অঞ্চলে রুশ আক্রমণ বেড়েছে : ইউক্রেন
উত্তরপূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। বোমা হামলার মাধ্যমে রাশিয়া দোনেৎস্ক শহরে ইউক্রেনের সামরিক বাহিনীর ইউনিটগুলোতে রসদের সরবরাহে বিঘ্ন ঘটাতে চাইছে। ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমনটি জানিয়েছে।
ইউক্রেনের খারকিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিয়েহুবোভ জানান, খারকিভের দক্ষিণে চুহুইভ জেলায় সোমবার খারকিভে রকেট হামলা ও গোলাবর্ষণ বেড়েছে। রাশিয়ার বেলগরদ শহর থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইউক্রেনীয় সামরিক বাহিনীর ফ্রন্টলাইন থেকে অন্তত ৪০ কিলোমিটার দূরত্বের মেরেফা শহরেও হামলা করা হয়। এ ছাড়া উত্তর ইউক্রেনের সুমি অঞ্চলের সেরেদিনো শহরেও সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ বেড়েছে।
ওলেহ সিনিয়েহুবোভ বলেন, রুশ গোলাবর্ষণে পাঁচ জন আহত হয়েছেন। এদের চার জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আবাসিক এলাকায়ও রকেট হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন খারকিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান।