গর্ভপাতবিরোধী আইনের বিরুদ্ধে পোল্যান্ডে বিক্ষোভ
পোল্যান্ডে পাস হওয়া গর্ভপাতবিরোধী আইনের বিরুদ্ধে টানা সপ্তমদিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে বেশিরভাগই নারী।
পাস হওয়া এ আইন অনুযায়ী, ধর্ষণ কারণে গর্ভধারণ, মায়ের স্বাস্থ্যঝুঁকি রয়েছে কিংবা এ ধরনের কোনো গুরুতর কারণ ছাড়া দেশটিতে গর্ভপাত করানো যাবে না।
মঙ্গলবার পোল্যান্ডের পার্লামেন্টে সাংসদরা এ আইনকে ‘লজ্জা’ বলে অভিহিত করে প্রতিবাদ জানান। এ সময় অনেক নারী এমপির হাতে প্রতিবাদী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ছিল। তবে দেশটির ক্ষমতাসীন দলের এক নেতা জানিয়েছেন, এ আইন পাল্টে ফেলার আর কোনো সুযোগ নেই।
ক্যাথলিক প্রধান দেশটির উপপ্রধানমন্ত্রী জারসলাউ ক্যাসজিনস্কি বলেছেন, গর্ভপাতবিরোধী আইন পাসের কারণে চলমান বিক্ষোভ পোল্যান্ডকে ‘ধংস’ করার প্রচেষ্টা। তিনি সবাইকে পোলিশ জাতি এবং ক্যাথোলিক চার্চের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান।