গাজায় ইসরায়েলের বিমান হামলা
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রোববার গাজার খান ইউনিস জেলার বেইত হানুন শহরে হামাসের একটি স্থাপনার ওপর ইসরায়েল বিমান হামলা চালায়। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে এ কথা জানানো হয়।
ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। রকেট ইসরায়েলের আশকেলান শহরের একটি কারখানায় আঘাত হানে। এ সময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
গত রোববারও ইসরাইলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছিল। সেসময় ইসরাইলি বাহিনী দাবি করে, গাজা থেকে রকেট ছোঁড়ার জবাবে তারা ওই হামলা চালায়।