গিনিতে মঙ্গলবার ইবোলা টিকাদান কর্মসূচি শুরু
গিনিতে স্থানীয় সময় মঙ্গলবার ইবোলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। সাহারান ধূলি ঝড়ের কারণে হাজার হাজার টিকা বহনকারী একটি ফ্লাইট পৌঁছাতে দেরি হওয়ায় এদিন টিকাদান কর্মসূচি শুরু করছে দেশটি।
এদিকে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে ফের প্রাদুর্ভাব দেখা দেওয়া মারাত্মক এ ভাইরাস দমনে লড়াই করে যাচ্ছে তারা। খবর এএফপির।
খবরে বলা হয়, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত মহামারি এ ভাইরাসে বিশেষ করে গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনে ১১ হাজার ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারানোর পর এ অঞ্চলে এই প্রথম ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ফের দেখা দিল। গত সপ্তাহান্তে এ ভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানানো হয়।
সূত্র জানায়, ১১ হাজারের বেশি টিকা বহন করা একটি বিমান ধূলি ঝড়ের কারণে গিনির রাজধানী কোনাক্রিতে অবতরণে ব্যর্থ হওয়ায় এ টিকাদান কর্মসূচি শুরু একদিন বিলম্বিত হবে।
এএফপির এক সংবাদদাতা জানান, মার্ক ভ্যাকসিন বহন করা একটি বিশেষ ফ্লাইট অবশেষে সোমবার রাতে গিনিতে অবতরণ করেছে। মঙ্গলবার কোনাক্রিতে টিকাদান কর্মসূচি শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।
এ ছাড়া বুধবার যুক্তরাষ্ট্র থেকে আরও আট হাজার ৭০০ ইবোলা টিকা পৌঁছানোর কথা রয়েছে।