গোটা দোনেৎস্ক রণক্ষেত্র, অর্ধেক সেভেরোদোনেৎস্ক রাশিয়ার দখলে
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো এক ভিডিওবার্তায় জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনী স্লোভিয়ানস্ক শহরের একটি আবাসিক এলাকায় ব্যাপকভাবে গোলাবর্ষণ করছে।
ফেসবুক পোস্টে গভর্নর কিরিলেঙ্কো বলেন, ‘মঙ্গলবার যে আক্রমণ চালানো হয়েছে, তাতে পরিষ্কার যে রাশিয়ার পরবর্তী যুদ্ধাপরাধের ক্ষেত্র হতে চলেছে দোনেৎস্ক। পুরো দোনেৎস্ক এখন রণক্ষেত্র।’
পূর্ব ইউক্রেনের অপর শহর সেভেরোদোনেৎস্কের অর্ধেকটাই রুশ বাহিনী দখলে নিয়ে নিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ওলেকসান্দ্র স্ট্রিউক। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) তিনি এমনটি বলেছেন।
মেয়র ওলেকসান্দ্র বলেন, শহরটার একেকটি ব্লক ধরে ধরে ধ্বংস করে ফেলা হচ্ছে। পথে পথে তুমুল লড়াই চলছে। শেল্টারে অবস্থান নেওয়া ১৩ হাজার সাধারণ মানুষের জীবন বিপন্নের পথে। গোলাবর্ষণের কারণে লোকজনকে সরিয়ে নেওয়ার কার্যক্রমও স্থগিত রয়েছে। খাবার সরবরাহের ব্যবস্থাও রয়েছে আর মাত্র কয়েকদিনের। কিন্তু তাও সরবরাহ ব্যবস্থা ঠিক নেই।
সেভেরোদোনেৎস্ক শহরে এক সময় এক লাখ মানুষের বসতি ছিল।
অন্যদিকে, দোনেৎস্ক এমন একটি অঞ্চল যেখানে গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ও ইউক্রেনের বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। রাজধানী কিয়েভ দখলপ্রচেষ্টায় ব্যর্থ হয়ে পূর্ব ইউক্রেন দখলের পথে আগায় রুশ বাহিনী। ফলে দোনেৎস্কে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়।