চলতি বছর বিশ্বে ৪৯ সাংবাদিক হত্যা
সারা বিশ্বে এ বছর অন্তত ৪৯ সাংবাদিককে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বার্ষিক প্রতিবেদনে প্যারিসভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এমন তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ৫৭ সাংবাদিককে জিম্মি ও ৩৮৯ সংবাদকর্মীকে কারাগারে বন্দি করা হয়েছে। যদিও গত ১৬ বছরের মধ্যে সাংবাদিক হত্যার ঘটনা এবারই সবচেয়ে কম বলেও পরিসংখ্যান দিয়েছে সংস্থাটি।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বিশ্লেষণ, দুই দশক ধরে গড়ে প্রতিবছর ৮০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। প্রতিবেদন বলছে, গত ১০ বছরে ৯৪১ সাংবাদিক যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন।
এবার সিরিয়া, ইরাক, ইয়েমেন ও আফগানিস্তানে সাংবাদিক মৃত্যুর সংখ্যা কমছে বলেও জানানো হয়।
এ বছর সিরিয়ায় সর্বোচ্চ ১২ জন সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে ২০১৯ সালে ১১ জন সাংবাদিক নিহত হন।
সাংবাদিক নিহতের এসব ঘটনায় শতকরা ৬৩ ভাগ ক্ষেত্রেই টার্গেট কিলিং বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।