চলতি মাসে ফাইজারের ভ্যাকসিন হাতে পাবে সিঙ্গাপুর
এবার যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। দেশটির স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ এই অনুমোদন দিয়েছে বলে সোমবার জানিয়েছেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
সংবাদমাধ্যম সিএনএ এক প্রতিবেদনে জানায়, চলতি ডিসেম্বরের শেষের দিকে ভ্যাকসিনের প্রথম চালান সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জানান, প্রথম চালান সিঙ্গাপুরে পৌঁছালে ভ্যাকসিন পাওয়া প্রথম দেশগুলোর তালিকায় উঠে আসবে দেশটি।
সিঙ্গাপুরের করোনা পরিস্থিতি নিয়ে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং আরো জানান, ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য এর বৈজ্ঞানিক প্রমাণ ও ক্লিনিকাল ট্রায়ালের তথ্য নিয়ে গবেষণা করেছে দেশটির স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ।
আর ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের মধ্যেই প্রত্যেকের জন্য পর্যাপ্ত টিকা পেয়ে যাওয়ার আশা করছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।