চলমান করোনা সংকটে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত
মহামারি করোনাভাইরাসের কারণে চলমান সংকটের মধ্যেই ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক মান্দেতাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো।
এ ব্যাপারে লুইজ হেনরিক জানিয়েছেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলার পদক্ষেপ নিয়ে প্রসিডেন্টের সঙ্গে কয়েক সপ্তাহের মতপার্থক্যের পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট তাঁকে বরখাস্ত করেছেন।
রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদে বোলসোনারোর সঙ্গে বৈঠকের পরপরই মান্দেতা টুইটারে এই ঘোষণা দেন, খবর বাসস।
করোনাভাইরাস সংকটের শুরুর পর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটে। করোনাভাইরাস ছড়িয়ে পরা ঠেকানোর উপায় হিসেবে মান্দেতা আইসোলেশনের ওপর জোর দিয়ে আসছেন, আর বোলসোনারো বারবার এটিকে অতিরিক্ত বাড়াবাড়ি হিসেবে দেখে আসছেন। কয়েক দিন ধরে প্রেসিডেন্ট ও স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে বিরোধের জের ধরে এই প্রত্যাশিত ঘোষণা আসলো।
স্বাস্থ্যমন্ত্রীর বরখাস্তের প্রতিবাদে বিভিন্ন শহরে লোকরা হাঁড়ি ও কলসিতে শব্দ করে রাস্তায় বিক্ষোভে অংশ নেয়।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটির জনসংখ্যা ২১কোটি। দেশটিতে করোনাভাইরাসে প্রায় দুই হাজার লোকের মৃত্যু হয়েছে ও আক্রান্তের সংখ্যা ৩০ হাজারেরও বেশী।