চলে গেলেন অভিনেত্রী ও মানবাধিকারকর্মী শার্লি ডগলাস
কানাডার অভিনেত্রী ও মানবাধিকারকর্মী শার্লি ডগলাস মারা গেছেন। ৮৬ বছর বয়সী এই অভিনেত্রী গত রোববার মারা যান। তাঁর ছেলে অভিনেতা কিফার সাথারল্যান্ড জানান, ডগলাস নিউমোনিয়ার উপসর্গ নিয়ে মারা যান। তবে তাঁর মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না বলেও জানান সাথারল্যান্ড।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, মায়ের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট করেন সাথারল্যান্ড। সোমবার করা পোস্টে তিনি লেখেন, ‘আমার মা ছিলেন একজন অসাধারণ নারী। জীবনও কাটিয়েছেন অসাধারণভাবে।’ সাথারল্যান্ড নিজেও টিভি থ্রিলার ‘২৪’-এর চরিত্র ‘এজেন্ট জ্যাক বাউয়ার’-এর জন্য সুপরিচিত।
হলিউড ও কানাডায় অভিনয়জীবন পার করেছেন শার্লি ডগলাস। সেখানে তিনি স্ট্যানলি কুবরিক ও ডেভিড ক্রোনেনবার্গের মতো খ্যাতিমান পরিচালকের সঙ্গে কাজ করেছেন। সামাজিক নানা আন্দোলনেও জড়িত ছিলেন তিনি। ১৯৬০ সালে ব্ল্যাক প্যানথার আন্দোলন ও এর পরে কানাডার জনস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আন্দোলন করেন তিনি।
শার্লি ডগলাসের তিন সন্তানের মধ্যে আরো একজন অভিনেতা। তিনি হলেন হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড। তাঁর মেয়ে টমি ডগলাস একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা।