চিলিতে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
চিলির উঞ্চরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে আঘাত হানে ভূমিকম্পটি। এর গভীরতা ছিল ২০ মাইল।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পটি আরিকা শহর থেকে ২৩ মাইল দক্ষিণ-পশ্চিমে আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।
দক্ষিণ আমেরিকার দেশ চিলির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। গত দুই দশকে চিলিতে সাত বা তার চেয়ে বেশি মাত্রার ১৫টি ভূমিকম্প আঘাত হেনেছে।