চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং
চীনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লি কিয়াং। আজ শনিবার (১১ মার্চ) চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) অধিবেশনে লিকে নির্বাচিত করা হয়। এনপিসির প্রায় তিন হাজার সদস্যের ২ হাজার ৯০০’রও বেশি সদস্য অর্থাৎ প্রায় সবাই তাকে ভোট দেন।
টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই নিজের সবচে বিশ্বস্ত ও অনুগত লি’কে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন শি জিনপিং। এর মধ্য দিয়েই জিনপিংয়ের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হতে যাচ্ছেন লি। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের জায়গা নেবেন তিনি। টানা দু’মেয়াদে দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা কেকিয়াং আগামী সোমবার অবসরে যাবেন।
১৯৮৩ সালে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ লি কিয়াং। ২০১৬ সালে জিয়াংসু প্রদেশে দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে উত্থান ঘটে লি’র। এরপর চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধানও নির্বাচিত হন তিনি। ২০০৪ থেকে ২০০৭ সালে ঝেজিয়াং প্রদেশের দলীয় প্রধান নির্বাচিত হয়েছিলেন শি জিনপিং। তখন লি’কে নিজের চিফ অব স্টাফ করেন জিনপিং। সে থেকেই জিনপিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেন ৬৩ বছর বয়সী এই নেতা।