চেরনিহিভ শহরে স্কুল ও আবাসিক ভবনে রুশ হামলা, নিহত ৩৩
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন।
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের চেরনিহিভ শহরে গতকাল বৃহস্পতিবার রুশ বাহিনী দুটি স্কুলসহ বহুতল আবাসিক ভবনে হামলা চালালে প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর এএফপি ও দ্য নিউইয়র্ক পোস্টের।
চেরনিহিভ শহরটি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। উত্তর দিক থেকে এ শহরটিতে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সামরিক বাহিনী।
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এ হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এ হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।
সর্বাত্মক হামলা শুরুর পর এ এক সপ্তাহেই পূর্ব ইউরোপের এ দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। আর, তাই জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ১০ লাখেরও বেশি ইউক্রেনীয়।