জাকির নায়েককে ফেরত পাঠানো নিয়ে ভারতকে চিঠি দেবে মালয়েশিয়া
বিশিষ্ট ইসলামী বক্তা ডা. জাকির নায়েককে কেন ফেরত পাঠানো হবে না, সে ব্যাখ্যা দিয়ে ভারত সরকারকে একটি চিঠি দেবে মালয়েশিয়া। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহর বরাত দিয়ে দেশটির ইংরেজি গণমাধ্যম দ্য স্টার অনলাইনে এমন খবর দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সাইফুদ্দিন আবদুল্লাহ বলেন, ‘চিঠিতে সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরতে অ্যাটর্নি জেনারেল টমি থমাসের সঙ্গে তিনি আলোচনা করবেন।
জাকির নায়েককে ভারত ফেরত চেয়ে অনুরোধ করেছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তাকে কেন পাঠানো হবে না, এরই মধ্যে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সে ব্যাখ্যা দিয়েছেন।’
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ বলেছেন, ‘ব্যাংককে গত সপ্তাহে ৩৫তম এশিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সবিনয়ে বিষয়টি উঠিয়েছেন। আনুষ্ঠানিক জবাব হিসেবে একটি চিঠি দেওয়ার অনুরোধও তিনি জানিয়েছেন।’
নিজের বক্তৃতার জন্য ২০১৬ সালে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়েন জাকির নায়েক। ওই সময় তাঁর বিরুদ্ধে অর্থ পাচার ও উগ্রপন্থাকে উসকে দেওয়ার অভিযোগ তুলেছিল ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে মামলাও হয়। বন্ধ করে দেওয়া হয় তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ও পিস টিভি।
এসব অভিযোগের পর ২০১৬ সালের ১ জুলাই ভারত ছেড়ে যেতে বাধ্য হন জাকির নায়েক। ভারতে মামলা হওয়ার পর জাকির নায়েক মালয়েশিয়ায় আশ্রয় চাইলে তাঁকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় তৎকালীন নাজিব রাজাক সরকার। এর পর থেকে জাকির নায়েক মালয়েশিয়ার পুত্রজায়া শহরে বসবাস করে আসছেন।