জাতিসংঘ শরণার্থী পুরস্কার পেলেন অ্যাঞ্জেলা মার্কেল
সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জাতিসংঘের শরণার্থী সংস্থার মর্যাদাপূর্ণ ন্যানসেন শরণার্থী পুরস্কার জিতেছেন। দায়িত্বে থাকাকালে তিনি আশ্রয়প্রার্থীদের সুরক্ষার জন্য তাঁর দৃঢ়তার প্রশংসা কুড়িয়েছেন। গতকাল তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘দশ লক্ষাধিক শরণার্থীকে বাঁচাতে ও তাদের পুনর্বাসনে সহায়তা করে অ্যাঞ্জেলা মার্কেল মহান নৈতিক ও রাজনৈতিক সাহস প্রদর্শন করেছেন।’
২০১৫ ও ২০১৬ সালে জার্মানি ১২ লাখেরও বেশি শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের স্বগত জানায়। বিশেষ করে সিরিয়ার যুদ্ধের কারণে উদ্ভূত অভিবাসী সংকটের মার্কেলের ‘নেতৃত্ব, সাহস এবং সহানুভূতি’কে প্রশংসা করে ইউএনএইচসিআর নির্বাচন কমিটি।
ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি আশ্রয়প্রার্থীদের সুরক্ষা এবং মানবাধিকার, মানবিক নীতি এবং আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়ানোর জন্য মার্কেলের সংকল্পকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এক মিলিয়নেরও বেশি শরণার্থীকে বাঁচতে এবং পুনর্গঠনে সহায়তা করে অ্যাঞ্জেলা মার্কেল মহান নৈতিক ও রাজনৈতিক সাহস প্রদর্শন করেছেন।’