জাপানে গৃহবন্দিত্ব থেকে লেবাননে পালিয়েছেন নিশানপ্রধান
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েন জাপানে গৃহবন্দিত্ব থেকে লেবাননে পালিয়েছেন। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই খবর প্রচার হওয়ার পর কার্লোস গোয়েন নিজেই এক বিবৃতিতে দেশ ছাড়ার সত্যতা নিশ্চিত করেন।
আর্থিক অসদাচরণের অভিযোগে ২০১৮ সালে জাপানে গ্রেপ্তার হওয়া কার্লোস গোয়েন জামিন পেলেও গৃহবন্দি ছিলেন। এরপর গত সোমবার গোপনে এবং ভিন্ন নামে তিনি বৈরুত বিমানবন্দরে ব্যক্তিগত উড়োজাহাজ নিয়ে পৌঁছেছেন বলেও জানান।
মঙ্গলবারের বিবৃতিতে নিশানের এই সাবেক প্রধান বলেন, তিনি বিচার থেকে পালাননি; বরং অবিচার ও রাজনৈতিক নিপীড়নের হাত থেকে বাঁচতে জাপান ছেড়েছেন। তিনি মুক্তভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখতে চান বলেও জানান।
বিবিসি বলছে, ৬৫ বছর বয়সী গোয়েনের ফরাসি পাসপোর্ট রয়েছে এবং ফ্রান্সের মন্ত্রী এজনেস প্যানিয়ার তাঁকে সহায়তার ঘোষণা দিয়েছেন।