জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত : ইউক্রেন
ইউক্রেনের জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার কারণে এর বিভিন্ন যন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর পারমাণবিক রিয়্যাক্টরগুলো বন্ধ রাখা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।
ইউক্রেনের সরকারি জ্বালানি সংস্থা এনার্গোটম টেলিগ্রামবার্তায় জানায়, শুক্রবার জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে একাধিক বোমা হামলা চালানো হয়। এতে বিদ্যুৎকেন্দ্রটিতে নাইট্রোজেন ও অক্সিজেন সংবলিত একটি স্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর লাগোয়া একটি সাধারণ ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনার্গোটম আরও জানায়, বিদ্যুৎকেন্দ্রে হামলায় ক্ষয়ক্ষতির ফলে এটি এখন চালানো নিরাপদ নয়। এ কারণে রিয়্যাক্টরগুলো বন্ধ রাখা হয়েছে।