জার্মানিতে আবাসিক ভবনে আছড়ে পড়ল বিমান, নিহত ৩ (ভিডিওসহ)
জার্মানির নর্থ-রাইন ওয়েস্টফিলিয়া অঙ্গরাজ্যে একটি আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্ট গতকাল শনিবার এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, অঙ্গরাজ্যটির ওয়েসেল শহরের একটি ভবনের ছাদে মাইক্রোলাইট বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুন লেগে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে একটি হট-এয়ার বেলুনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল বিমানটির। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। এ ছাড়া আহত শিশু ওই ভবনের বাসিন্দা বলে মনে করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা বিমানটির পাশে একটি প্যারাসুট দেখতে পেয়েছেন। সেটি প্লেনটির জরুরি ব্রেক সিস্টেম বলে মনে করা হচ্ছে।
বর্তমানে ওই ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ রয়েছে।
মাইক্রোলাইট বিমানটিতে দুজনের ধারণক্ষমতা রয়েছে। পুলিশ বলছে, সম্ভবত বিমানটি মার্ল বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।