জার্মানিতে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত
জার্মানির বাভারিয়া প্রদেশে করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এই প্রথম দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা হলো। বাভারিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে অন্তত শতাধিক ব্যক্তির প্রাণহানির খবর পাওয়া গেছে। চীন ছাড়াও ভাইরাসটি ছড়িয়ে পড়েছে অন্তত ১৬টি দেশে।
বাভারিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিকে একটি পৃথক ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে বাভারিয়া প্রদেশে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি ‘কম’ বলে দাবি স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জার্মানির সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ খবর জানিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘আক্রান্ত রোগীর সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ব্যক্তিদের করোনাভাইরাসের সম্ভাব্য উপসর্গ, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পন্থা এবং ভাইরাসটি সংক্রমণের সম্ভাব্য উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।’
করোনাভাইরাস ইস্যুতে বাভারিয়া কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করবে বলেও বিবৃতিতে জানানো হয়।
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে একরকম ভুতুড়ে পরিবেশে দিন যাপন করছে মানুষ। সেইসঙ্গে দিন যত যাচ্ছে, ততই বাড়ছে প্রাণহানির সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজারেরও বেশি। তাঁদের মধ্যে অন্তত ৭০০ জনের অবস্থা আশঙ্কাজনক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
এদিকে চীন থেকে এ ভাইরাস অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত মোট ১৭টি দেশে এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কানাডা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনাম, হংকং, ম্যাকাউ, কম্বোডিয়া, জার্মানি ও শ্রীলঙ্কায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।