জার্মানিতে কোভিড টিকার বদলে ‘স্যালাইন’, কেলেঙ্কারির বিষয়ে মুখ খুললেন নার্স
নভেল করোনাভাইরাসের টিকা না দিয়ে গ্রহীতাদের স্যালাইন দিয়েছেন জার্মানির এক নার্স। এ ঘটনা ঘটেছে উত্তর জার্মানির লোয়ার স্যাক্সনির একটি শহরে। ওই নার্সের আইনজীবীর দাবি, চাকরি বাঁচাতে গিয়েই এ কাজ করেছেন তিনি। স্যালাইনকাণ্ডের ফলে প্রভাবিত হতে পারেন গত ৫ মার্চ থেকে ২০ এপ্রিলের মধ্যে টিকা নেওয়া আট হাজার ৫৫৭ ব্যক্তি। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
নার্সের বক্তব্য
গত এপ্রিলে অভিযুক্ত ওই নার্স একটি টিকাকেন্দ্রে অন্তত ছয় বার টিকার বদলে স্যালাইন ওয়াটারের টিকা দিয়েছেন। যদিও নার্সের আইনজীবীর দাবি, ওই ঘটনা একবারই ঘটেছিল। আইনজীবী জানান, ওই নার্স ভ্যাকসিনের একটি শিশি ভেঙে ফেলেন। তারপর তিনি খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তখন ভয় পেয়ে এবং চাকরি বাঁচাতে তিনি স্যালাইনের টিকা দিয়ে দেন। আইনজীবীর দাবি, ওই নার্স ভ্যাকসিনের মধ্যে স্যালাইন যোগ করে টিকা দিয়েছেন। ফলে ভ্যাকসিন যে একবারেই দেওয়া হয়নি, এমন নয়।
তদন্তকারীদের বক্তব্য—নার্স স্বীকার করেছেন, তিনি ছয় বার টিকার জায়গায় স্যালাইন দিয়েছেন। কিন্তু, নার্সের দাবি মানছেন না তদন্তকারী কর্মকর্তারা। তাঁদের ধারণা, আরও অনেককে স্যালাইন দিয়েছেন ওই নার্স। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, ওই নার্স আরও অনেককে স্যালাইন দিয়েছে বলে তাঁদের এখন মনে হচ্ছে। অভিযুক্ত নার্সকে এরই মধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
ওই নার্স কেন এমন কাজ করলেন, তা এখনও পরিষ্কার নয়। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি টিকা নিয়ে তাঁর সংশয়ের কথা জানিয়েছিলেন। নার্সের আইনজীবী জানিয়েছেন, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
কর্তৃপক্ষ কী বলছে?
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্যালাইন দেওয়ায় এমনিতে শরীরের কোনো ক্ষতি হবে না। কিন্তু, করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরির জন্য টিকা দেওয়া হচ্ছে, সেটা তৈরি হবে না। আর ওই সময় মূলত বয়স্করা টিকা পেয়েছেন। ফলে তাঁরা ঝুঁকিতে থাকবেন। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, ওই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় করোনার প্রকোপ বাড়েনি।