জার্মানিতে চলাফেরায় কড়াকড়ি, চ্যান্সেলর মেরকেল কোয়ারেন্টিনে
স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি করোনায় আক্রান্ত এক চিকিৎসকের সংস্পর্শের আসার পর কোয়ারেন্টিনে গেছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছে।
অ্যাঙ্গেলা মেরকেলের মুখপাত্র স্টিফেন সেইবার্ট গতকাল রোববার জানান, গত শুক্রবার (২০ মার্চ) এক চিকিৎসক মেরকেলকে নিউমোনিয়ার প্রতিষেধক দিয়েছিলেন। পরে ওই চিকিৎসকের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। কোয়ারেন্টিনে থাকাকালে মেরকেলের নিয়মিত করোনা শনাক্তকরণ পরীক্ষা করানো হবে জানান তাঁর মুখপাত্র। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
এদিকে দুজনের বেশি একসঙ্গে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি। প্রাদেশিক সরকারগুলোর সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর। আজ সোমবার থেকে কার্যকর হবে এ নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞায় বলা হয় রেস্তোরাঁ, ক্যাফে, চুল কাটার সেলুন থেকে শুরু করে যেসব সেবা প্রতিষ্ঠানে গ্রাহকদের মধ্যে দুই মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব নয় সেগুলো বন্ধ থাকবে। কোম্পানিগুলোকে অবশ্যই কর্মীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। এসব বিধিনিষেধ পরামর্শ নয়, বরং নিয়ম, যা সবাই মানতে বাধ্য, এমনটাই উল্লেখ করেছেন মেরকেল। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
জার্মানিতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ, মারা গেছেন ১০ জন। সবমিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন পর্যণ্ত ২৪ হাজার ৮৫২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪।