জার্মানিতে দুটি বারে বন্দুক হামলার পর এক ‘হামলাকারী’ মৃত উদ্ধার
জার্মানির হানাউ শহরে দুটি সিসা বারে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে তাঁর বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। এ হামলার ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই আজ বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পায় পুলিশ। ধারণা করা হচ্ছে, হামলা চালানোর পর নিজ বাড়িতে আত্মহত্যা করেছে ওই হামলাকারী। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এদিকে হানাউ শহরে আরো একটি বাড়িতে অন্য এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি বন্দুক হামলায় জড়িত ছিলেন কিনা, তা নিশ্চিত নয় পুলিশ।
পুলিশ বলছে, এ দুই ব্যক্তির মধ্যে যেকোনো একজনের হামলার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এদিকে দুটি সিসা বারে বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
এর আগে ওই দুটি সিসা বারে বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছিলেন। স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বন্দুকধারীরা।
এর মধ্যে প্রথমে নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত একটি বারে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করে বন্দুকধারীর দলটি। এ ঘটনার পরই একটি গাঢ় রঙের গাড়িকে বার থেকে চলে যেতে দেখা যায়। পরে দ্বিতীয় বারে ঢুকে পাঁচজনকে হত্যা করে অন্য একটি দল।
স্থানীয় পুলিশ জানায়, হামলাকারীর সংখ্যা একাধিক হতে পারে। তাদের অনুসন্ধানে অভিযান শুরু হয়েছে বলেও জানায় পুলিশ। মাত্র চার দিন আগে বার্লিনে একটি কমেডি শোতে বন্দুক হামলায় একজনের নিহতের ঘটনার পরই এ হামলার ঘটনা ঘটল।