জার্মানিতে ৬০ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগে বিধিনিষেধ
ষাট বছরের কম বয়সীদের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকার ব্যবহার নিয়ন্ত্রণ করতে যাচ্ছে জার্মানি। টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার মতো বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কায় দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে গত সোমবার কানাডার ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন দেশটির অঙ্গরাজ্যগুলোতে চলমান টিকাদান কার্যক্রমে ৫৫ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ার পরামর্শ দেয়।
জার্মানিতে টিকা নেওয়া প্রায় ২৭ লাখ মানুষের মধ্যে ৩১ জনের মধ্যে রক্ত জমাট বাঁধার মতো বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে, অ্যাস্ট্রাজেনেকা বলছে- একাধিক আন্তর্জাতিক সংস্থা রায় দিয়েছে যে, তাদের টিকা গ্রহণে ঝুঁকির তুলনায় অনেক বেশি সুবিধা পাওয়া যাবে।
অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে তারা টিকাবিষয়ক তথ্যগুলো নিয়মিত বিশ্লেষণ করছে। তারা বোঝার চেষ্টা করছে- ‘রক্ত জমাট বাঁধার মতো বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনাগুলো বেশি মাত্রায় ঘটছে, না কি এটি স্বাভাবিক বিষয়’। জার্মানির সঙ্গে বিষয়টি নিয়ে কথাবার্তা চালিয়ে যাবে বলেও জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
এর আগে কানাডার কুইবেক, ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, সাস্কাচেওয়ান, ম্যানিটোবা, অন্টারিও এবং নিউফাউন্ডারল্যান্ড ও ল্যাব্রাডর অঙ্গরাজ্য কর্তৃপক্ষ গত সোমবার থেকে ৫৫ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া স্থগিত করে। তবে কানাডায় অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া কারও শরীরে এখনও রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা যায়নি।