জ্বালানি খরচ কমাতে ৬৫ বিলিয়ন ইউরো মুদ্রাস্ফীতি ত্রাণ পরিকল্পনা জার্মানির
রাশিয়ান গ্যাস সরবরাহ কমে যাওয়া এবং জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় পরিবারের ওপর চাপ কমাতে জার্মান সরকার ৬৫ বিলিয়ন ইউরো ত্রাণ পরিকল্পনায় সম্মত হয়েছে৷
ইউক্রেন যুদ্ধের জেরে জার্মানিতে নজিরবিহীন মূদ্রাস্ফীতি দেখা দিয়েছে। গত চার দশকে এই পরিমাণ মুদ্রাস্ফীতি হয়নি জার্মানিতে। মার্চ মাসে মুদ্রাস্ফীতি পৌঁছেছে সাত দশমিক তিন শতাংশে। এপ্রিলে গিয়ে তা দাঁড়ায় জার্মানিতে মুদ্রাস্ফীতি ৭ দশমিক ৯ শতাংশে।
গত জুনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বজুড়ে উল্লেখযোগ্য মুদ্রাস্ফীতির চাপ থাকবে। এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো।
বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার মতো দেশগুলোও মুদ্রাস্ফীতির কারণে সংকটে পড়েছে। আমেরিকা যে অর্থনৈতিক চাপে রয়েছে, এখনই তা থেকে রেহাই মিলছে না। দেশটিতে খাদ্য ও পেট্রলের দামে ঊর্ধ্বগতি জনগণের পকেট খালি করছে।
এমন এক পরিস্থিতিতে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় পরিবারের ওপর চাপ কমাতে জার্মান সরকার ৬৫ বিলিয়ন ইউরো ত্রাণ পরিকল্পনায় সম্মতির কথা জানাল।
যদিও চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, রাশিয়া নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করার পরে বছরজুড়ে জার্মানিতে পর্যাপ্ত শক্তি থাকবে।