জয় আমাদেরই হবে : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘১৯৪৫ সালে যেমনটি হয়েছিল, (এবারও) জয় আমাদেরই হবে।’ স্বাধীনতা দিবসের ভাষণে এ কথা বলেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এমনটি জানায়।
রাশিয়ার স্বাধীনতা দিবসের ভাষণে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোকে অভিনন্দন জানান ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘নাৎসি দখলদারদের হাত থেকে আমাদের ভূমিকে মুক্ত করতে জায়গায় জায়গায় আজ আমাদের সেনারা লড়াই করছেন, ১৯৪৫ সালে যেমনটি করেছিলেন। জয় আমাদেরই হবে।’
প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, ‘নাৎসিবাদের পুনর্জন্ম ঠেকানো আমাদের সবার দায়িত্ব। এটি বহু দেশের মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। আশা করি, নতুন প্রজন্ম তাদের বাপ-দাদার স্মৃতির প্রতি সুবিচার করবে।’