টিকা গ্রহণকারী পর্যটকদের ভিসা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত
পূর্ণ টিকা গ্রহণকারী পর্যটকদের জন্য আগামীকাল সোমবার (৩০ আগস্ট) থেকে ভিসা দেওয়া শুরু করছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইতে বিলম্বিত এক্সপো ২০২০ শীর্ষক বাণিজ্য মেলা শুরুর এক মাস আগে থেকে ভ্রমণকারীদের জন্য ভিসা দেওয়া হচ্ছে।
এদিকে দেশটিতে করোনা সংক্রমণও কমে আসছে। তেলসমৃদ্ধ দেশটিতে গত কয়েক মাসের মধ্যে প্রথমবার গত সপ্তাহে দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমে এসেছে। খবর মিডলইস্ট মনিটরের।
এদিকে খালিজ টামসের খবরে বলা হয়, পর্যটন ভিসার জন্য আবেদন ৩০ আগস্ট থেকে সব দেশের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। পর্যটকদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিনের যে কোনো একটি টিকার দুই ডোজ গ্রহণকারী হতে হবে।
এ ছাড়া যেসব দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে এতদিন ভ্রমণ নিষিদ্ধ ছিল সেসব দেশ থেকেও পর্যটকদের জন্য ভিসা উন্মুক্ত করা হয়েছে। পর্যটন ভিসায় যারা সংযুক্ত আরব আমিরাতে যাবেন তাদের অবশ্যই বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে। সংযুক্ত আরব আমিরাতে টিকা প্রাপ্ত ব্যক্তিদের প্রদত্ত সুবিধা পেতে ইচ্ছুক ভ্রমণকারীরা আইসিএ প্ল্যাটফর্ম বা আল হোসন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের টিকা নিবন্ধন করতে পারেন।
সরকারি বার্তা সংস্থা ডাব্লিউএএম গতকাল শনিবার এক খবরে জানিয়েছে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের লক্ষ্যে সব দেশের পর্যটকের জন্য সংযুক্ত আরব আমিরাতের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে করোনা মহামারির কারণে পিছিয়ে দেওয়া এক্সপো ২০২০ অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে লাখো লোক আমিরাতে আসবে যা দেশটির অর্থনীতিকে চাঙা করবে। সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৭ লাখ ১৫ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই হাজার ৩৬ জন।