ট্রাম্পকে ‘পুতিনের কুকুরছানা’ বললেন বাইডেন
রাশিয়ার মুখোমুখি হতে ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন দাবি করে বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়ার প্রেসিডেন্ট ‘ভ্লাদিমির পুতিনের কুকুরছানা’ বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্কে তুমুল বাগ্যুদ্ধ হয়েছে। এ সময় ট্রাম্পের ব্যাপারে কথা বলেন বাইডেন। সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জো বাইডেন বলেন, ‘সত্যটা হলো, আমি পুতিনের সামনাসামনি হয়েছি এবং তাঁকে পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমরা তাঁর কাছ থেকে কোনো কিছু নিচ্ছি না।’
‘তিনি (ট্রাম্প) পুতিনের কুকুরছানা। মার্কিন সেনাদের হত্যা করলে পুরস্কার ঘোষণা করার বিষয়ে পুতিনকে এখনো কিছু বলতে নারাজ ট্রাম্প।
একটি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে জো বাইডেন বলেছেন, মার্কিন সেনাদের হত্যার জন্য তালেবান যে মূল্য নির্ধারণ করেছিল, তার জোগান দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা জিআরইউ। বাইডেন যে প্রতিবেদনের বরাত দিয়েছেন, তা সর্বপ্রথম প্রকাশ করেছিল দ্য নিউইয়র্ক টাইমস। তবে ডোনাল্ড ট্রাম্পসহ কেউ কেউ ওই প্রতিবেদনকে অসম্পূর্ণ বলেন।
নির্বাচনের আগে দুই প্রার্থীর প্রথম বিতর্কে একে অন্যকে দেশের স্বাস্থ্য, অর্থনীতি ও ব্যক্তিগত বিষয়াদি তুলে ধরে ঘায়েল করার চেষ্টা করেন। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্ক একটি অন্যতম অনুষঙ্গ এবং এটি নির্বাচনে বিশেষ গুরুত্ব বহন করে। মার্কিন রাজনীতিতে প্রেসিডেন্ট প্রার্থীদের দলীয় মনোনয়ন নিতে হলেও বিতর্ক প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। সেখানে প্রার্থীদের প্রজ্ঞা, মেধা ও সহনশীলতাসহ অনেক কিছু সম্পর্কে ধারণা পায় ভোটাররা।
যুক্তরাষ্ট্রে প্রতিবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটি প্রেসিডেন্সিয়াল ডিবেট ও একটি ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট। ওহাইওর ক্লিভল্যান্ড ছাড়াও ১৫ অক্টোবর ফ্লোরিডার মায়ামি ও ২২ অক্টোবর টেনেসির ন্যাশভিলে ট্রাম্প-বাইডেনের মধ্যে এবং ৭ অক্টোবর ইউটার সল্টলেক সিটিতে ভাইস প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী মাইক পেন্স ও ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে।