ট্রাম্প বললেন ‘বড় জয়’, বাইডেন ‘জিততে চলেছি’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল গণনা চলছে। এর মধ্যেই জয়ের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। আজ বুধবার এক টুইটবার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতে আমি একটি বিবৃতি দেব। একটি বড় জয়ের বিবৃতি।’ অন্যদিকে জো বাইডেন তাঁর টুইটে লিখেছেন, ‘ভরসা রাখুন, আমরা এটি জিততে চলেছি।’
এর আগে ডেমোক্রেটদের বিরুদ্ধে ভোট চুরির পরিকল্পনার অভিযোগ আনেন ট্রাম্প। ফেসবুক ও টুইটারে ট্রাম্প লেখেন, ‘তারা (ডেমোক্রেটরা) ভোট চুরির চেষ্টা করছে। আমরা কখনোই সেটা করতে দেব না। ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পর ভোট দেওয়া যাবে না।’
অন্যদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ফেসবুকে লেখেন, ‘নির্বাচনে কে জয়ী হবে, এটি ঘোষণা করার জায়গা আমার নয়, ডোনাল্ড ট্রাম্পেরও নয়, এটি ভোটারদের জায়গা। আমরা যে অবস্থানে রয়েছি, সেটি নিয়ে সন্তুষ্ট। আমি বিশ্বাস করি, এই নির্বাচনের জয়ের জন্য আমরা সঠিক পথেই রয়েছি।’
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসতে শুরু করেছে। তীব্র লড়াই হচ্ছে প্রধান দুই দলের প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রজেকশন অনুযায়ী, এখন পর্যন্ত ৩৯টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ভোটের ফলাফল মিলেছে। অন্য অঙ্গরাজ্যগুলোতে ভোট গণনা চলছে। এ পর্যন্ত পাওয়া ফলে দেখা গেছে, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তবে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মোট ৫০টি অঙ্গরাজ্যের ২২টিতে জিতেছেন ট্রাম্প। এসব অঙ্গরাজ্য থেকে তিনি পেতে পারেন ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোট। আর বাইডেন জিতেছেন ১৮টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায়। এখান থেকে তিনি পেতে পারেন ২২০টি ইলেকটোরাল কলেজ ভোট।
পপুলার ভোটেও পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন ছয় কোটি ৩২ লাখ ২১ হাজার ৭০৬ ভোট। আর বাইডেন পেয়েছেন ছয় কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ২১২ ভোট।