ডমিনিকান রিপাবলিকে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯
ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডমিঙ্গোতে জরুরি অবতরণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির ৯ আরোহীর সবাই নিহত হয়েছে।
বুধবার লা ইসাবেলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লোরিডায় রওনা হওয়ার ১৫ মিনিটের মধ্যেই হেলিদোসা এভিয়েশন গ্রুপের ওই বিমানটি লাস আমেরিকাস বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করে ও বিধ্বস্ত হয় বলে ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
দু্র্ঘটনায় বিমানের সাত যাত্রী ও দুই ক্রুর সবাই মারা যান বলে টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে হেলিদোসা।
নিহতদের মধ্যে পুয়ের্তো রিকোর সুপরিচিত সঙ্গীত প্রযোজক হোসে এ হার্নান্দেজ, তার স্ত্রী ও সন্তান আছেন বলে জানিয়েছেন হার্নান্দেজের প্রচারের দায়িত্বে থাকা এক কর্মকর্তা।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। হেলিদোসা জানিয়েছে, তারা দুর্ঘটনার তদন্তে ডমিনিকান রিপাবলিকের কর্তৃপক্ষের তদন্তে সহায়তা করবে।