ডি আর কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ শান্তিরক্ষী নিহত
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের আট শান্তিরক্ষী নিহত হয়েছে। মঙ্গলবার নর্থ কিভু প্রদেশে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিশ্চিত করেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নর্থ কিভুতে গত কয়েকদিন ধরেই কঙ্গোর সামরিক বাহিনী ও এম২৩ নামে পরিচিত বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে।
কঙ্গোর সামরিক বাহিনীর (এফএআরডিসি) দাবি, এম২৩ বিদ্রোহীরাই হেলিকপ্টারটি গুলি করে ভুপাতিত করেছে।
রুয়ান্ডা কঙ্গোর বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে বলে এর আগে এফএআরডিসি অভিযোগ করেছিল; যদিও সোমবার রুয়ান্ডার সেনাবাহিনী ওই অভিযোগ নাকচ করে দিয়েছে।
হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানতে পারেনি ডি আর কঙ্গোর জাতিসংঘ মিশন; ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।
নিহত শান্তিরক্ষীদের মধ্যে ছয়জন পাকিস্তানি; বাকি দুইজন গিয়েছিলেন রাশিয়া ও সার্বিয়া থেকে।
তাদের মৃতদেহ উদ্ধার করে নর্ভ কিভুর রাজধানী গোমায় নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার এক শোক বার্তায় পাকিস্তানের জাতিসংঘের রাষ্ট্রদূত মুনির আকরাম নিহত ছয় পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেছেন।