ডুরান্ড লাইনে ‘আগ্রাসী আচরণ’ চালাচ্ছে আফগান সীমান্তরক্ষী বাহিনী
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ‘ডুরান্ড লাইনে’ পরস্পর সম্মত চুক্তির লঙ্ঘন, সীমান্তে সহিংসতা এবং আগ্রাসী আচরণ অব্যাহত রেখেছেন আফগানিস্তানের সীমান্তরক্ষী কর্মকর্তারা। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান কর্তৃপক্ষ কাবুলকে জানায়, তাদের সামরিক কর্মকর্তারা কাবুল, তোরখাম ও চমনের সীমান্ত সমন্বয় কেন্দ্রে উপস্থিত রয়েছেন। এর পরেও তালেবানের আগ্রাসী মনোভাব অব্যাহত রয়েছে।
পাকিস্তানের এসব কর্মকর্তাদের উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংযোগ, প্রতিদিনের সমন্বয়, সীমান্ত সমস্যা পরিচালনার জন্য নিয়োগ করা হয়েছিল। পাকিস্তান কর্তৃপক্ষের মতে, দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে আফগান নিরাপত্তা কর্মীদের এ পদক্ষেপ পারস্পরিক স্বীকৃত এসওপি এবং সহযোগিতার প্রক্রিয়ার বিরুদ্ধে।
ইসলামাবাদ এর মধ্যেই আফগান কর্তৃপক্ষকে একটি যৌথ কমিটি গঠনের মাধ্যমে সব সীমান্ত সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে। এ ছাড়া সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত বিতর্কিত এলাকা বা বিভক্ত গ্রামগুলোতে নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ করেছে। কিন্তু, আফগান পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আফগান কর্তৃপক্ষ সম্প্রতি আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও আফগান বাহিনীর ওপর পাকিস্তানি সেনাবাহিনীর ভারী অস্ত্র চালানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, পাকিস্তান এ বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির সময়ে আফগান আকাশসীমা লঙ্ঘন করেছে ও ডুরান্ড লাইন বরাবর এলাকায় টহল দিয়েছে।
গত বছর তালেবানের ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত উত্তেজনা বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগান মাটি থেকে হামলার পরিকল্পনা করছে।
ফ্রন্টিয়ার পোস্টের প্রতিবেদনে বলা হয়, তালেবান পাকিস্তানি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার বিষয়টি অস্বীকার করে এবং ডুরান্ড লাইনের দুই হাজার ৭০০ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ায় ইসলামাবাদের ওপর ক্ষুব্ধ।
ডুরান্ড লাইনের ইস্যুতে তালেবান ও পাকিস্তানের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে। ডুরান্ড লাইন এবং তেহরিক-ই-তালেবানের মতো গোষ্ঠীগুলোর ‘সন্ত্রাসী কার্যকলাপ’ নিয়ে পাকিস্তান ও তালেবানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক খারাপ হয়ে উঠছে। পাকিস্তান ডুরান্ড লাইনের নিকটবর্তী উপজাতীয় এলাকাগুলোকে তার নিয়ন্ত্রণে আনতে চায়। এ জন্য সম্পূর্ণ সীমান্ত ঘেঁষে বেড়া দিতে চায়। পাকিস্তানি সেনাদের ওপর মারাত্মক হামলার পর, পাকিস্তানি সামরিক বাহিনী আফগানিস্তানের কাছে ডুরান্ড লাইন বরাবর অভিযান শুরু করেছে।
তালেবান ডুরান্ড লাইনকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ‘সরকারি’ সীমানা হিসেবে এখনও স্বীকার করেনি।