ডেলটা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে আসায় লকডাউন তুলে নিচ্ছে মেলবোর্ন
করোনা মহামারির অতিসংক্রামক ধরন ডেলটা ভ্যারিয়েন্ট ‘নিয়ন্ত্রণে’ আসায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের লকডাউন তুলে নেওয়া হচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকেই শহরটিতে করোনা বিধিনিষেধ আর থাকছে না। মেলবোর্নের পার্শ্ববর্তী রাজ্য সাউথ অস্ট্রেলিয়াতেও লকডাউন শিথিল করা হচ্ছে। তবে দেশটির সবচেয়ে বড় শহর সিডনিতে লকডাউন থাকছে।
জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ঘরবন্দি থাকার পর মেলবোর্ন এবং প্রতিবেশী ভিক্টোরিয়া রাজ্য থেকে পঞ্চম লকডাউন উঠে যাচ্ছে মঙ্গলবার মধ্যরাতে।
মেলবোর্ন রাজ্যের প্রধান ড্যান অ্যানড্রিউ বলেন, ‘এখান থেকে ডেলটা ভ্যারিয়েন্ট প্রায় বিদায় নিয়েছে। যদিও এটি একেবারে শেষ হয়ে যায়নি, তাই আমাদের এ ভাইরাসের ওপর নজর রাখতে হবে।’
মেলবোর্ন রাজ্যের প্রধান জানান, সামনের দিনগুলোতে সবাইকে ভ্যাকসিন দেওয়াই হবে তাদের মূল লক্ষ্য।
রাজ্য দুটিতে কমপক্ষে দুই সপ্তাহ কেউ কোনো আত্বীয়-স্বজনের বাড়িতে যেতে পারবেন না। জনসমাগমেও থাকবে সীমাবদ্ধতা। স্কুল, রেস্তোরাঁ এবং দোকানপাট ফের খুলে দেওয়া হলেও সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।
এদিকে ভিক্টোরিয়া রাজ্যে গত সোমবার কোয়ারেন্টিনে থাকা ১০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং সিডনির কর্মকর্তারা ১৭২ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছেন।