তানজানিয়ায় গির্জায় পদদলিত হয়ে ২০ জন নিহত
তানজানিয়ার উত্তরাঞ্চলে একটি গির্জায় হুড়াহুড়ির ঘটনায় পদদলিত হয়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।
উত্তরাঞ্চলীয় মশি শহরের ডিস্ট্রিক্ট কমিশনার কিপি ওয়ারিওবা বলেন, গত শনিবার বিকেলের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে অনেকে আহত হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।’
শনিবার খ্যাতনামা ধর্মজাজক বনিফেস মোয়ামপসার নেতৃত্বে এক প্রার্থনা উৎসবের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোয়মপসা নিজেকে ‘অ্যাপোস্টল’ বলে দাবি করেন। ‘মাটির ওপর পবিত্র তেল আছে’ তাঁর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে অংশগ্রহণকারীরা আরোগ্য লাভের আশায় তা ছুঁয়ে দেখার প্রচেষ্টায় ভিড় করলে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে।