তারতুস বন্দরে সিরিয়া ও রাশিয়ার সামরিক মহড়া
সিরিয়ার তারতুস বন্দরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে সিরিয়া ও রাশিয়া। যৌথ মহড়ার কমান্ডার আলেকজান্ডার ইউলদাশিফ বলেছেন, সাগরে আন্তর্জাতিক অর্থনৈতিক তৎপরতার নিরাপত্তা নিশ্চিত করতে এই মহড়া চালানো হয়েছে।
ইরানি বার্তা সংস্থা পার্সটুডে জানিয়েছে, মহড়ায় দুই দেশের দুই হাজার সেনা ও জাহাজসহ সাতটি নৌযান অংশ নেয়। গত শনিবার (১৮ জানুয়ারি) এই মহড়া শুরু হয়ে মঙ্গলবার তা শেষ হয়।
এর আগে গতমাসেও তারতুস বন্দরে যৌথ মহড়া চালায় এই দুই দেশ। তারতুস হচ্ছে সিরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌবন্দর। সেখানকার নৌঘাঁটিটি সিরিয়ার সরকারের অনুমোদন নিয়ে ব্যবহার করছে রুশ সামরিক বাহিনী।
সিরিয়া ও রাশিয়ার মধ্যে আগে থেকেই সুসম্পর্ক ও সহযোগিতা ছিল, তবে ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর সামরিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। সন্ত্রাসী দমনে সিরিয়ার সামরিক বাহিনীকে সহযোগিতা দিচ্ছে মস্কো।