তারপরও বাইডেন হেরে যেতে পারেন ‘যদি’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে ৪৫টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে। বাকি পাঁচটি অঙ্গরাজ্যের ফল। চূড়াস্ত ফলাফলের জন্য সবার চোখ এখন ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যেগুলোর দিকে।
এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ফল পাওয়া যাচ্ছে, তাতে ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেন অনেকটাই এগিয়ে আছেন। তিনি প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে ৫০ ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন।
মার্কিন নির্বাচন পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, বাইডেনের জয় এখন সময়ের ব্যাপার মাত্র। জয়ী হতে তাঁর দরকার মাত্র ছয়টি ইলেকটোরাল ভোট। বাকি ছয় ভোটের জন্য নেভাদা অঙ্গরাজ্যের দিকে তাকিয়ে বাইডেন। এখানে এগিয়ে আছেন বাইডেন।
তবে এত সম্ভাবনা সত্ত্বেও বাইডেন হেরে যেতে পারেন, সেটি নির্ভর করছে কয়েকটি ‘যদি’র ওপর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টিতে জয় দরকার। ৫০ অঙ্গরাজ্যের মধ্যে ৪৫টির ফল ঘোষণা করা হয়েছে। এতে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি। প্রেসিডেন্ট হতে বাইডেনের দরকার ছয়টি ইলেকটোরাল ভোট, আর ট্রাম্পের দরকার ৫৬টি।
এত পিছিয়ে থেকে ট্রাম্প ফের প্রেসিডেন্ট হতে পারেন, যদি বাকি পাঁচটি অঙ্গরাজ্যে জয় পান। সেগুলো হচ্ছে– নেভাদা, আলাস্কা, পেনসিলভানিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা।
এর মধ্যে নেভাদায় রয়েছে ছয়টি ইলেকটোরাল ভোট, আলাস্কায় তিন, জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলিনায় ১৫ এবং পেনসিলভানিয়ায় ২০টি ইলেকটোরাল ভোট।
এই সবকটি অঙ্গরাজ্যে যদি ট্রাম্প জিতে যান তবে বাইডেনের জয় হাতছাড়া হয়ে যাবে। কারণ পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্প যদি জেতেন, তাঁর ইলেকটোরাল ভোট হবে ২৭৪টি। সে ক্ষেত্রে বাইডেনের চেয়ে ১০ ভোট বেশি পেয়ে জয়ী হবেন তিনি।
ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, ট্রাম্প এখনো আশাবাদী এ কারণে যে, পাঁচটি অঙ্গরাজ্যের মধ্যে চারটিতেই তিনি এগিয়ে আছেন। শুধু নেভাদায় এগিয়ে বাইডেন। ডেমোক্র্যাটরা যদি নেভাদা দখলে নিতে পারেন, তবে ট্রাম্পের আশায় গুঁড়েবালি। সে ক্ষেত্রে বাইডেন ২৭০ ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হবেন।
বাইডেন নেভাদায় জয়ী হলে আর ট্রাম্প বাকি চারটিতে জিততে পারলে মাত্র দুই ইলেকটোরাল ভোটের ব্যবধানে জয়ী হবেন বাইডেন।
এদিকে নেভাদায় বাইডেন এগিয়ে থাকলেও ব্যবধান খুবই সীমিত। নেভাদায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। বাইডেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর ট্রাম্প এখন পর্যন্ত ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।