তালেবানবিরোধী যোদ্ধাদের পানশির উপত্যকা রক্ষার সুযোগ রয়েছে : সাবেক রুশ কর্মকর্তা
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকার তালেবানবিরোধী যোদ্ধাদের হাতে এই কৌশলগত স্থানটি সুরক্ষিত রাখার সুযোগ রয়েছে বলে মনে করেন রাশিয়ার এক সাবেক কর্মকর্তা। সংবাদমাধ্যম এএনআই রুশ গণমাধ্যম স্পুটনিকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
কাবুল থেকে প্রায় ৯০ মাইল উত্তরে হিন্দু কুশ পর্বতমালার মধ্যে পানশির উপত্যকাটি অবস্থিত। কয়েক মাস ধরে সরকারি বাহিনীকে পরাস্ত করার পর তালেবান এখনও এই গুরুত্বপূর্ণ স্থানটি দখল করতে পারেনি।
আফগানিস্তানে ২০০১-২০০২ সাল পর্যন্ত রাশিয়ার মানবিক কার্যক্রমের নের্তৃত্ব দিয়েছেন ইউরি ব্রাজিনিকভ। তিনি বলেন, ‘পানশিরে মানবিক সহায়তা ও কিছু চিকিৎসা সহায়তাও পাঠানো যেতে পারে। এটি স্বাভাবিকভাবে একটি শক্তিশালী পয়েন্ট হিসেবে কাজ করছে, যা সাবেক সরকারি বাহিনী রক্ষা করতে পারে।’
এক সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর তালেবান পানশির উপত্যকার চারপাশে ঘিরে ফেলছে। এ অবস্থায় বিভিন্ন দেশ আফগানিস্তান থেকে তাদের নাগরিকসহ সহায়তাকারী আফগান নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।