তালেবানের বিজয় উদযাপন
দীর্ঘ যুদ্ধের অবসান ঘটিয়ে সোমবার রাতে মার্কিনিদের বহনকারী উড়োজাহাজ আফগান আকাশে মিশে যাওয়ার পর ফাঁকা গুলি ছুড়ে বিজয় উদযাপন করেছেন তালেবান যোদ্ধারা। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত তালেবান যোদ্ধা হেমাদ শেরজাদ বলেন, ‘সর্বশেষ পাঁচটি ফ্লাইট কাবুল ছেড়েছে, প্রত্যাহার কার্যক্রম শেষ! আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের ২০ বছরের ত্যাগ কাজে লেগেছে।’
এদিকে আজ মঙ্গলবার সকালে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদসহ অন্যান্যরা কাবুল বিমানবন্দরে প্রবেশ করেছেন। সেখানে তিনি সংবাদ সম্মেলন করতে পারেন। আসতে পারে তালেবান সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা।
মঙ্গলবার সকালে কাবুলের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক দেখা গেছে বলে আলজাজিরার খবরে বলা হয়েছে।
বিশ্বের ক্ষমতাধর সামরিক বাহিনীর সঙ্গে টানা দুই দশক যুদ্ধ করে ক্ষমতা বুঝে পেল দরিদ্রতম একটি দেশের যোদ্ধারা। ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যায়। এরপর থেকে দুই সপ্তাহে এক লাখ ১৪ হাজারের বেশি মানুষকে সেখান থেকে সরিয়ে এনেছে যুক্তরাষ্ট্র।