তিউনিশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত
আফ্রিকার দেশ তিউনিশিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিন সৈনিক নিহত হয়েছে।
তিউনিশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় গেইবস শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, একটি সামরিক মহড়া চলার সময় রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
‘হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানতে সামরিক বাহিনীর একটি কারিগরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে,’ বলেছেন ওই মুখপাত্র।