তিউনিসিয়ার নাহদা পার্টির সাবেক মন্ত্রীসহ শতাধিক নেতার পদত্যাগ
তিউনিসিয়ায় আন নাহদা পার্টির সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রীসহ শতাধিক নেতা পদত্যাগ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
ঊর্ধ্বতন নেতৃত্বের ব্যর্থতার প্রতিবাদে আজ শনিবার পদত্যাগ করেন আরব বসন্তের সময় জনপ্রিয়তা পাওয়া দলটির নেতারা।
আন নাহদার সাম্প্রতিক টালমাটাল অবস্থার মধ্যে শতাধিক নেতার এই পদত্যাগের ঘটনা দলটির জন্য সবচেয়ে বড় ধাক্কা।
গত ২৫ জুলাই তিউনিসিয়ার সরকার ভেঙে দিয়ে পার্লামেন্ট স্থগিতের ঘোষণা দেন প্রেসিডেন্ট কায়েস সায়য়িদ। এরপর থেকেই মূলত বেকায়দায় রয়েছে পার্লামেন্টে সবচেয়ে জনপ্রিয় দলটি।
বিবৃতি দিয়ে পার্টির ১১৩ জন নেতা পদত্যাগের কথা জানান। তাঁরা বলেন, প্রেসিডেন্ট কায়েস সায়য়িদের সিদ্ধান্ত মোকাবিলায় ব্যর্থতার পেছনে ঊর্ধ্বতনদের নেতৃত্ব বাছাই ভুল ছিল।
পদত্যাগকারীদের মধ্যে আটজন সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী আবদেল লতিফ মেক্কিসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী রয়েছেন।