তিগ্রে প্রদেশে ‘চূড়ান্ত অভিযান’ চালানোর নির্দেশ ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তিগ্রে প্রদেশের বিদ্রোহী নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদের আঞ্চলিক রাজধানী মেকেল্লেতে ‘চূড়ান্ত অভিযান’ চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। খবর এএফপির।
প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেছেন, আত্মসমর্পণের সুযোগ শেষ হয়ে গেছে। টুইটারে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘ইথিওপিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে এখন তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের অভিযান চালানোর নির্দেশ দেওয়া হলো।’
অভিযানকালে নিরীহ বেসামরিক লোকজনকে রক্ষা করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
এর আগে প্রধানমন্ত্রী আত্মসমর্পণের জন্য বিদ্রোহীদের ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন। প্রদেশটির রাজধানী মেকেল্লেতে সেনা অভিযান পরিচালনার আগেই তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। চলতি মাসের প্রথম দিকে বিদ্রোহীদের দমন করতে সর্বাত্মক সেনা অভিযান শুরু করেন শান্তিতে নোবেলজয়ী আবি আহমেদ।
গত রোববার সন্ধায় প্রধানমন্ত্রী আবি আহমেদ এক টুইট বার্তায় বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে শান্তিপূর্ণ আত্মসমর্পণের জন্য আমরা তোমাদের আহ্বান জানাই, এটা বুঝতে পেরে যে, তোমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছ, যেখান থেকে তোমাদের আর পাওয়ার কিছুই নেই।’