তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৭
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এই ভূমিকম্প স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৪টা ১৭ মিনিটে আঘাত করে। তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল আর এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার।
ওই এলাকা জুড়ে তৈরি হওয়া ভূকম্পন রাজধানী আঙ্কারা এবং তুরস্কের অন্যান্য শহর থেকেও অনুভূত হয়।
এদিকে, গাজিয়ান্তেপ শহরের বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে আর ধারণা করা হচ্ছে বেশ কিছু মানুষ সেগুলোতে আটকা পড়েছে। দিয়ারবাকির শহরের একটি শপিং মল ভেঙে পড়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
অন্যদিকে তুরস্কের ভূতাত্ত্বিকরা এই ভূমিকম্পের মাত্রা ৭.৪ বলে ধারণা করছেন। তারা জানান ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির এক মিনিট পর ওই এলাকায় দ্বিতীয় ঝাঁকুনি আঘাত হানে।